🕒 জাতীয় ☰ রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
✒️সনজিত দাশ (চট্টগ্রাম): নিউজ ডেস্ক তালাশটিভি টোয়েন্টিফোর | রাঙ্গুনিয়ায় চার মাদরাসায় পড়ুয়া শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে মাদরাসার শিক্ষক হাফেজ নাছির উদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনি কক্সবাজারের চকরিয়ার ছোট বেউলা এলাকার নুরুল ইসলামের ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি হাফেজ নাছির উদ্দীন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি জিকো বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ঘটনার পরবর্তী গ্রেপ্তার হয়ে আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি দোষ স্বীকার করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক রায় ঘোষণা করেছেন বলেও জানান পিপি জিকো বড়ুয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ অক্টোবর রাঙ্গুনিয়ার আহমদিয়া আজিজুল উলুম মাদরাসার হোস্টেল সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় হাফেজ নাছির উদ্দীনের বিরুদ্ধে চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পিতা রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেন। উক্ত মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৪ জুলাই নাছির উদ্দীনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর ২০২২ সালের ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি নাছির উদ্দীনের জবানবন্দি ও ভিকটিমদের ২২ ধারার জবানবন্দি পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হল।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐