🕒 চট্টগ্রাম ☰ রবিবার ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
✒️মোঃ জহিরুল ইসলাম সিকদার- নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | সাতকানিয়া পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সেচ্ছাসেবী সংগঠণ 'ইসলামী অগ্রদূত সামাজ কল্যাণ সংঘ' গোয়াজার পাড়ার কার্যালয়ে গতকাল কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সভাপতি মুন্সি মোঃ আলমগীর হাসানের সভাপতিত্বে ও মোঃ আমানুল হকের পরিচালানায় এবং অত্র সমিতির সদস্য হাফেজ আব্দুল ছোবহানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোঃ জাকারিয়া, সাবেক সভাপতি মোঃ হারুন, জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক মোঃ সালাউদ্দিন সাকিব, মোঃ বেলাল হোসেন, আবুল কালাম, শামসুল আলম, ছরওয়ার কামাল, মোঃ রেজাউল করিমসহ আরো অনেকে।
উক্ত সভায় বক্তাগণ সমিতির মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত করাসহ সমাজের উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রচলন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সদস্যদেরকে ইসলামিক মুল্যবোধ ধারণ করে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্ত্যবে মোঃ আলমগীর হাসান বলেন, ১৯৯৫ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে এই সমিতি সমাজের সার্বিক উন্নয়নে অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে বিশেষ করে হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপন, বন্যা ও দূর্যোগে প্রয়োজনীয় সহায়তা, দরিদ্র মানুষের চিকিৎসায় অর্থ প্রদান, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরন, অসহায় বিবাহযোগ্য মেয়েদের আর্থিক সহায়তা ও দ্বীন ইসলামের খেদমতে বার্ষিক ধর্মীয় মাহফিলের মাধ্যমে এলাকার মানুষের মাঝে বিশেষ ভূমিকা রেখে আসছেন এবং ভবিষ্যতে এই ভূমিকা আব্যহত থাকবে ইনশাল্লাহ। পরিশেষে উক্ত সাধারন সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম সাহেব। সভাশেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com