🕒 জাতীয় ☰ রোববার ০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
✒️মোঃ জহিরুল ইসলাম সিকদার: নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | সাতকানিয়া আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত সাতকানিয়া আদালত প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব মেসবাহ উদ্দিন চৌধুরী (কচির) এবং চট্টগ্রাম অতিরিক্ত জেলা পি.পি। এতে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর লালু, সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হাসান প্রমুখ। উক্ত অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com