🕒 জাতীয় ☰ বুধবার ১০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
✒️নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর |আজ ১০ জানুয়ারি ২০২৪ ইংরেজি রোজ বুধবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালা পাড়ায় অবস্থিত বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সম্মানিত শিক্ষক জনাব নওশাদুল আলম চৌধুরী স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী।
তিনি বিগত ২০১৮ সালের ১০ জানুয়ারি আজকের দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ তাঁর ৪র্থ মৃত্যু বার্ষিকী। তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সহকারী শিক্ষক (ইংরেজি) পদে মহান শিক্ষকতার পেশায় আমৃত্যু নিয়োজিত ছিলেন।
মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বাদে ফজর বায়তুশ শরফ মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষক ও ছাত্রদের আয়োজনে "পবিত্র খতমে কুরআন শরীফ, আলোচনা, দো'য়া ও মোনাজাত" অনুষ্ঠিত হয়। মুনাজাতে মহান আল্লাহর নিকট সকল মুসলিম উম্মাহর জন্য দো'য়া করা হয়।
🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com