চট্টগ্রাম ☰ শুক্রবার ০২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
মোঃ হারুনুর রশিদ চৌধুরী (চট্টগ্রাম দক্ষিণ জেলা)| জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলা শাখার সকল সদস্যদের যৌথ উদ্যোগে অদ্য ২৯ মে ২০২৩ সোমবার সন্ধ্যা ৭টায় সাতকানিয়া রাস্তার মাথা রোড় সংলগ্ন একটি রেস্টুরেন্টে মানবতার কাজে বিশেষ অবদান ও আস্থার সহিত দায়িত্ব পালন শেষে বদলি মুহূর্তে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসার এস.আই (নিরস্ত্র) মোঃ দুলাল হোসেন পিপিএমকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ মিনহাজ বাঙালি। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ দুলাল হোসেন পিপিএম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সিআরবি সহ সভাপতি ও তাতী লীগের সভাপতি সাব্বির আহমদ, জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া শাখার সভাপতি সাংবাদিক মোঃ নুরুল আজম সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া শাখার সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ চৌধুরী, সাংবাদিক মোঃ খোরশেদুল আলম, সাংবাদিক মোঃ আব্দু রশীদ, সাংবাদিক আবদুল আজিজ, সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলা শাখার সকল সদস্য বৃন্দের পক্ষ হইতে ক্রেষ্ট এবং সম্মাননা স্মারক প্রদান করেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ দুলাল হোসেন পিপিএম এবং পদুয়া ইউনিয়নের তাতী লীগের সভাপতি সাব্বির আহমদকে।
| বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
এতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এস.আই দুলাল হোসেন পিপিএম, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা সিআরবির সহ সভাপতি ও পদুয়া ইউনিয়নের তাতী লীগের সভাপতি সাব্বির আহমদ, বিশেষ অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া শাখার সভাপতি সাংবাদিক মোঃ নুরুল আজম সিকদার, সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দু রশীদসহ আরও অনেকে।
এসময় তালাশটিভি টোয়েন্টিফোর কে দেওয়া এক সাক্ষাৎ কারে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ দুলাল হোসেন পিপিএম বলেন, সাতকানিয়ায় আসার পর থেকে এখানকার মানুষের যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলার নয়। কাজের সময় সাধারণ মানুষের সাথে মিশে তাদের অভিযোগ এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি।