চট্টগ্রাম ☰ শনিবার ১৩ মে ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ ডেস্ক | বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ 'বায়তুশ শরফ আনজুমানে তোলাবায়ে সাবেক্বীন'র উদ্যোগে 'ঈদ পুনর্মিলনী-২৩' অদ্য ১২ মে ২০২৩ ইংরেজি রোজ শুক্রবার বিকেল ৩ টায় নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। অত্র সংগঠনের সভাপতি এ.এস.এম. মনিরুল ইসলাম ফারুক ও সাধারণ সম্পাদক এস.এম. সাজ্জাদ হোসাইনে সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করার মাধ্যমে উক্ত 'ঈদ পুনর্মিলনী-২৩' অনুষ্ঠান আরম্ভ করা হয়। এতে বক্তব্য রাখেন অত্র মাদরাসার উস্তাদগণ এবং প্রাক্তন ছাত্রবৃন্দ। এতে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন বিভিন্ন দেশে অবস্থানরত অত্র মাদরাসার প্রাক্তন ছাত্রবৃন্দ।
| বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ 'বায়তুশ শরফ আনজুমানে তোলাবায়ে সাবেক্বীন'র সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দকে বায়তুশ শরফ দরবারের সাথে সম্পৃক্ত থেকে যার যার স্থান থেকে অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে। তবেই এর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com