০৮/০৯/২০২৪ ইং
Home / X-Clusive / মার্কেটে আগুন নাশকতা কি না খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী

মার্কেটে আগুন নাশকতা কি না খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী

 

জাতীয় ☰ শনিবার ১৫ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ

তালাশ নিউজ ডেস্ক | সাম্প্রতিক সময়ে একাধিক বিপণী বিতান অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এ সব ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। শনিবার (১৫ এপ্রিল) সকালে এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখার পাশাপাশি দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে বলেন তিনি। এ সব অগ্নিকাণ্ডের সঙ্গে ‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি’ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, ‘তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে। সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা দেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আজ ভোরে রাজাধানীর অন্যতম বিপণী বিতান নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটে। তিন ঘন্টার বেশি সময় পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান চট্টগ্রামের সন্তান মুসলিম চৌধুরী

🕒 জাতীয় ☰ বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *