চট্টগ্রাম ☰ শনিবার ৮ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ ডেস্ক | চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হকের সহযোগিতায় ৫০০ দুস্থ ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
এ সময় মেয়র সৈয়দ মাহমুদুল হকের নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, অর্থাভাবে যাতে কারো ঈদ উদযাপন ব্যাহত না হয় তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সৈয়দ মাহমুদুল হকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান সৈয়দা আমেনা সিদ্দিকা ডালিয়া। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, আবদুল্লা আল ইব্রাহীম, মোহাম্মদ শাহ আলম, চেমন আরা বেগম, জেবুন নাহার, শাহ আলম, জহিরুল ইসলাম, আকবর আলী। প্রেস বিজ্ঞপ্তি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com