২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে : খসরু

সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে : খসরু

চট্টগ্রাম ☰ শনিবার ৮ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ

তালাশ নিউজ ডেস্ক | বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিছুদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিলো, তিনি সংবাদে মানুষের পেটে ভাত নাই লিখেছেন। অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রত্যেক মানুষের কথা ছিল। শামসুজ্জামানের রিপোর্টের চেয়ে কঠিন ভাষা লিখেছে, সাউথ এশিয়ান ইকোনমিক ফোরাম নামে এক প্রতিবেদনে। তিনি গতকাল শুক্রবার বিকালে কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ইকোনমিক ফোরামের প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে সারাদিনে এক বেলা খেতে পারেনি এমন লোক ২৮ শতাংশ বাংলাদেশে আছে। বাংলাদেশে বর্তমানে যেটি চলছে, এটিকে বলে দুর্ভিক্ষ। এর চেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না। সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কতো কঠিন সময় পার করছে। সংবিধানের কথা বলে, তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে। সংবিধান কি? এই যে শামসুজ্জামানকে নিয়ে গেছেন সেটি কি সংবিধানের লঙ্ঘন নয়। এই যে মহিলাকে তুলে নিয়ে গেছেন, এটি কি সংবিধানের লঙ্ঘন নয়। ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা। এটি কি সংবিধানের লঙ্ঘন নয়। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এইবার সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না।

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তিনি দলীয় নেতা-কর্মী ও চট্টগ্রামবাসীকে সালাম ও ঈদের শুভেচ্ছা জানান। কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ইফতার মাহ্ফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আ.ন.ম. খলিলুর রহমানের (ভিপি ইব্রাহীম) সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. রবিউল হাসান পলাশ এবং মোঃ আজম খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।

প্রধান বক্তার বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রসহ গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। সরকারের ব্যর্থতা, লুটপাট, অব্যবস্থাপনার কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এরই মধ্যে দফায় দফায় সব পণ্যের দাম বাড়ানোয় মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়ছে। দুর্নীতির ব্যয় মেটাতে জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে সরকার। সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে।

গোলাম আকবর খোন্দকার বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে এসরকার ব্যর্থ হয়েছে। দেশ আজ খুনি লুটেরাদের স্বর্গভ মিতে পরিণত হয়েছে। মানুষের জীবন বিপন্ন। মানবাধিকার ভুলুণ্ঠিত। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, ঢাকায় যে রানা প্লাজা ধসে এক হাজার মানুষ নিহত হয়েছিল, সে ভবনের মালিক রানাকে সরকার জামিনে মুক্ত করে দিয়েছে। অথচ বিএনপির নিরীহ নেতা-কর্মীদেরকে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছে। আওয়ামী লীগ এখন সেই সন্ত্রাসীদের দিয়ে আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এসব কোনোদিন মেনে নিবে না। অন্যদিকে আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার জনগণের কথা চিন্তা করছে না। দেশের জনগণের উপর জুলুম নির্যাতন করে তারা লুটপাটের অর্থ বিদেশে পাচার করছে। জনগণকে মামলা হামলা ও ভয় দেখিয়ে সবকিছু অনায়াসে করে যাচ্ছে।

এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক এম.এ আজিজ, এস.এম সাইফুল আলম, উত্তর জেলার যুগ্ম আহব্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, দক্ষিণ জেলা বিএনপির এনামুল হক এনাম, মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, আবদুল মান্নান, উত্তর জেলার যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, কাজী সালাউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহব্বায়ক মোঃ আলমগীর, উত্তর জেলার আহব্বায়ক বদিউল আলম বদরুল, দক্ষিণ জেলার আহবায়ক মহসিন চৌধুরী রানা, সদস্য সচিব আবদুর রশিদ দৌলতীসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *