জাতীয় ☰ শনিবার ৮ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ
বান্দরবান প্রতিনিধি | বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকালে রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
স্থানীয়রা জানান, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে আটজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। ঘটনার পর আতঙ্কে শতাধিক পরিবার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এছাড়া আরও বেশ কিছু পরিবার রুমায় আশ্রয় নিয়েছে। এছাড়া ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com