চট্টগ্রাম ☰ শুক্রবার ৭ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ
চন্দনাইশ প্রতিনিধি | চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবু (২১)। অদ্য শুক্রবার (৭ এপ্রিল) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে পৃথক পৃথক অভিযানে আরো ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব দোহাজারী মাস্টার কলোনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে সাংবাদিক আয়ুব মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী বাবুকে গ্রেফতার করে পুলিশ। বাবু মিয়ানমারের নাগরিক গুরা মিয়ার ছেলে। এছাড়া পুলিশ সদস্য পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারসহ বিভিন্ন মামলার আরো ৬ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড রায় জোয়ারা গ্রামের মোঃ নুর নবীর ছেলে মোঃ শাহাজাহান (৩২) এবং একই এলাকার শামসুল আলমের ছেলে তারেক হোসেন (২০)। তাদের কাছ থেকে চোরাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
এদিকে পুলিশের অপর একটি দল উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং উত্তর মুরাদাবাদ এলাকা থেকে মৃত আবদুর রহিমের ছেলে মোঃ শাহজাহান (৩৫), সুচিয়া এলাকার বাঁশী মাস্টারের ছেলে এনআই এ্যাক্ট ১৩৮-এর সাজাপ্রাপ্ত আসামী তরুণ চৌধুরী (৩০), দোহাজারী পৌরসভার আবদুল মালেকের ছেলে আবদুল মান্নান এবং বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবদুল মজিদের ছেলে যৌতুক নিরোধ আইনের আসামী মুহাম্মদ আবদুল মন্নানকে গ্রেফতার করে।
বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24