জাতীয় ☰ বুধবার ৫ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ
মোঃ তারেক হোসেন | নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীতে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।
অভিযানের বিষয়ে ফয়েজ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com