সাতক্ষীরা ☰ সোমবার ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ ডেস্ক | সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করে হত্যার দায়ে মোস্তফা বিশ্বাস নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ রায় ঘোষণা করেন। আসামি মোস্তফা বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) জহুরুল হায়দার গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৯ সালের ১৬ জুলাই স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রী শিউলী খাতুনকে (১৯) পিটিয়ে হত্যা করেন মোস্তফা বিশ্বাস (২৫)। এর আগে বিয়ের পর থেকেই অর্থ ও স্বর্ণালঙ্কারের জন্য নির্যাতন চালাতেন তিনি। এ ঘটনায় করা মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com