২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা করা হলেই দারিদ্র্য নির্মূল হবে

সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা করা হলেই দারিদ্র্য নির্মূল হবে

চট্টগ্রাম ☰ শনিবার ২৫ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ

তালাশ নিউজ ডেস্ক | চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা করা হলে দেশ হতে চিরতরে দারিদ্র্য নির্মূল হবে। যাকাতের মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন। সমাজের স্থিতিশীলতা, সম্পদ সৃষ্টি, সংরক্ষণ মানুষের চাহিদার সমন্বয় করাই যাকাত অর্থনীতির মূল লক্ষ্য। এর মাধ্যমেই সম্পদের সুবণ্টন নীতি কার্যকর করা সম্ভব। সম্পদের সুব্যবস্থাপনা ও জীবনের সঠিক নিরাপত্তা শুধুমাত্র পবিত্র আল কোরআনই দিতে পারে। তা সঠিক যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব।

গত ২৩ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট আয়োজিত দারিদ্র্য দূরীকরণে যাকাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও ট্রাস্ট চেয়ারম্যান মোঃ ইসকান্দর আলী চৌধুরী এবং ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক ও পরিচালক জাহাঙ্গীর আলম যৌথভাবে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ ও যাকাত সম্পর্কিত কমিটির আহ্‌বায়ক ও পরিচালক মোহাম্মদ হারুন শেঠ। আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামীন উদ্দিন খান। সেমিনারে তিনি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, এ এইচ মে কফিল উদ্দিন, মোঃ মাহতাব উদ্দিন, প্রফেসর মোঃ আবু হাসান, এম এ সবুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *