জাতীয় ☰ শনিবার ১৮ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ ডেস্ক | সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল ১৬ মার্চ বিকেলে নগরীর ঐতিহাসিক লালদীঘি চত্বরে (মুজিব পার্ক) জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলুন উড়ানো ও নব-প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দেয়াসহ বর্ণিল আয়োজনে জন্মোৎসব আয়োজন করা হয়। এই উপলক্ষে সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন।
প্রফেসর ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। কালজয়ী রাষ্ট্র নায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অক্ষয় নাম যুগ যুগান্তরে লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে ।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সভাপতি ইঞ্জিনিয়ার এম.এ. রশীদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, এডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী, পংকজ বিশ্বাস, ডা. ফজলুল হক সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।