জাতীয় | সোমবার ১৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ ডেস্ক | সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ২০২২–২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ফল প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তরের https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটে ফলাফল জানা যাচ্ছে।
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)। এবার পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। সে হিসেবে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24