অনলাইন ডেস্ক ☰ সোমবার ১৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ | নিজের পোষা মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। তার দাবি, প্রতিবেশীদের কু-নজরে পড়েছে তার পোষা মোরগ। ফলে মোরগটি হুমকির মুখে। যে কোনো সময় করা হতে পারে চুরি। তাই তিনি থানায় নালিশ জানাতে বাধ্য হয়েছেন।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকায়। মোরগের মালিক জানকী বাঈ বিজ্ঝর। তার অভিযোগ, পাশের বাড়ির বুগল এবং দুর্গার মোরগটির ওপর নজর পড়েছে।
তারা মোরগটি জবাই করে মাংস খাওয়ার ধান্দা করছে। এর মধ্যে একবার সেটি চুরিও করে নিয়েছিল তারা। পরে ঝগড়া, হাতাহাতি করে মোরগটিকে ফেরত আনা হয়। ফলে মোরগের নিরাপত্তার জন্য তাকে থানায় আসতে হলো।
রতনপুর থানার পুলিশ জানায়, দু'পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঝামেলা না মিটলে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com