২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / মৃত ব্যক্তির লাশ দাফনে প্রভাবশালী নেতার বাঁধা!

মৃত ব্যক্তির লাশ দাফনে প্রভাবশালী নেতার বাঁধা!

চট্টগ্রাম | বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ

তালাশ নিউজ ডেস্ক | নগরীর চান্দগাঁ থানাধীন মৌলভী পুকুরপাড় সংলগ্ন কবরস্থানে মৃত বশির আহমেদের লাশ দাফন করতে দিল না প্রভাবশালী তাসকির আহমেদ। অদ্য ২১শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আনুমানিক বিকাল ৩টায় মহল্লার মসজিদের ইমামের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয় এবং মহল্লার মুরুব্বিদের পরামর্শ মতে মৃত বশিরের লাশ দাফন করতে গেলে স্থানীয় প্রভাবশালী তাসকির আহমেদ লাশ দাফন করতে বাঁধা দেয়। তিনি ‘গাউছিয়া কমিটি বাংলাদেশ’র চট্টগ্রাম মহানগর ও চান্দগাঁ থানা শাখার সভাপতি। মৃত বশির আহমেদ দীর্ঘদিন ধরে নগরীর চান্দগাঁ থানাধীন ৪নং ওয়ার্ড় টেকবাজারপুল এলাকায় বসবাস করছেন।

মহল্লার মুরুব্বিগণ বলেন, একজন মৃত মানুষের উপর এমন অমানবিক আচরণ বিবেকবান মানুষের পক্ষে কখনো সম্ভব না। প্রভাবশালী তাসকির আহমেদ তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *