চট্টগ্রাম | মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ
তালাশ নিউজ ডেস্ক | লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় জসিম উদ্দিন (৩৬) নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অদ্য মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জসিম উদ্দিন চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরবিলা এলাকার নুরুল কবিরের ছেলে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার দায়ে চরম্বা ইউনিয়নের জসিম উদ্দিন নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com