চট্টগ্রাম | বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | আজ বৃহস্পতিবার ৯, ১০ ও ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজী মহান আল্লাহ তা'য়ালার অসীম রহমতে প্রতি বছরের ন্যায় এ বছরেও হযরত বড় পীর আবদুল কাদের জিলানী (রাহ.), বায়তুশ শরফ দরবারের শ্রদ্ধেয় হযরত কেবলা মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.), শ্রদ্ধেয় হুজুর কেবলা মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.), শ্রদ্ধেয় পীর সাহেব মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (রাহ.) শ্রদ্ধেয়া আম্মাজান, এ দরবারের সকল জান্নাতবাসী আলেম-ওলামা, ওলি কুতুব এবং তরিকতপন্থী সকল পরলোকগত ভাইদের পবিত্র মাহফিলে ইছালে ছওয়াব ৩দিন ব্যাপী চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন কুমিরাঘোনা বায়তুশ শরফ কমপ্লেক্স আখতরাবাদে অনুষ্ঠিত হবে- ইনশা'আল্লাহ। সকলকে 'বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ'র পক্ষ থেকে এই পবিত্র ইছালে ছাওয়াব মাহফিলে শরীক হওয়ার দাওয়াত রইলো। -প্রেস বিজ্ঞপ্তি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com