চট্টগ্রাম | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম নগরীতে রাস্তার পাশে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা নারী। জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে সেই খবর পেয়ে ছুটে আসেন পুলিশের এক এসআই; পরে তারই তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সের সহযোগিতায় এক পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী জানান, প্রসবের পর মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা এখন স্থিতিশীল। গতকাল সোমবার রাতে জামালখান মোড়ে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা ওই নারীকে চিৎকার করতে দেখে এক পথচারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে। খবর পেয়েই কোতোয়ালি থানার এসআই মোঃ মোস্তফা ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি দেখে তিনি কাছের বেসরকারি একটি হাসপাতালে গিয়ে চিকিৎসক ও নার্স ডেকে এনে সন্তান প্রসবের ব্যবস্থা করেন।
ওই নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা অতনু বলেন, প্রসবের সময় প্রসূতির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মা ও ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। মায়ের জন্য রক্তও যোগাড় করা হয় সেই সময়ে। হাসপাতালে চিকিৎসাধীন মা ও নবজাতকের চিকিৎসার দায়িত্ব পুলিশ নিয়েছে বলেও জানান অতনু চক্রবর্তী।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব খবর পেতে ভিজিট করুন- https://www.facebook.com/TALASHTV24?mibextid=ZbWKwL