২১/১১/২০২৪ ইং
Home / X-Clusive / আওয়ামী লীগ নিজে কি পেল তা নিয়ে কখনো ভাবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিজে কি পেল তা নিয়ে কখনো ভাবে না: প্রধানমন্ত্রী

জাতীয়|বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

বাঁশখালী প্রতিনিধি|প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করে তাঁর দল কি পেল তা নিয়ে কখনই ভাবে না বরং জনগণের কল্যাণে তারা কী করতে পারে তাই বিবেচনা করে। বাঁশখালীতে উপজেলা আওয়ামী লীগের সদর দফতর উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ ও জনগণের জন্য কি করতে পারলাম তা বিবেচনায় আমরা গত ১৪ বছরে দেশ ও জনগণের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছি। তিনি গতকাল বুধবার সকালে তাঁর সরকারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আওয়ামী লীগের এই কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ও বাঁশখালী হাসপাতালের কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনের আয়োজন করা হয়।

বাঁশখালী উপজেলা পরিষদের নতুন ভবন থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জাল হোসেন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনকালে বাঁশখালীতে অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্যাহ, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. তানজুয়া তানজিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, চমেক হাসপাতালের সহকারি পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌরসভার মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারি কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোঃ শফিউল করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, শ্যামল কান্তি দাশ, চেয়ারম্যান যথাক্রমে এডভোকেট আ ন ম শাহাদাত আলম, অধ্যাপক তাজুল ইসলাম, মোঃ কফিল উদ্দিন, মুজিবুল হক চৌধুরী, কে এম সালাহ উদ্দিন কামাল, জসীম উদ্দিন হায়দার, কায়েশ সরওয়ার সুমন, ইবনে আমিন, মোঃ আসহাব উদ্দিন, মোজাম্মেল হক সিকদার, আকতার হোসেন প্রমূখ।

হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিকে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, এই কার্যালয়টি তাঁর দলের নীতি ও আদর্শকে তৃণমূলে পৌঁছে দিতে সহায়তা করবে। আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে। তার সরকার ও দলের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৪ বছরে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবাসহ সব ধরনের পরিষেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাঁর দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় দেশবাসী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব খবর পেতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *