চট্টগ্রাম | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডায়ালাইসিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করায় গ্রেপ্তারকৃত মোঃ মুস্তাকিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ জানুয়ারি) বেলা দু'টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ অলি উল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। মুস্তাকিমকে আইনি সহায়তা দেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও জাতীয় মানবাধিকার কমিশন। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান আদালতের বারান্দায় বলেন, শুনানি শেষে আদালত মুস্তাকিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন। তাঁর মুক্তির জন্য জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ছেলের জামিনের জন্য রবিবার সকালে আদালতে আসেন মা নাসরিন আক্তার। জামিন মঞ্জুর হওয়ার পর আদালতের বারান্দায় তিনি কান্নায় ভেঙে পড়েন। মা বলেন, ‘আমি অনেক খুশি। ছেলে জেলে যাওয়ার পর নিজের চিকিৎসা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে এগিয়ে আসায় তাদের কাছে কৃতজ্ঞ। যারা আমার চিকিৎসা খরচ চালানোর জন্য প্রস্তাব দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ।’
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব খবর পেতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com