২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / নিখোঁজ হাছিনার খোঁজ চাই.!!!

নিখোঁজ হাছিনার খোঁজ চাই.!!!

নিখোঁজ হাছিনার খোঁজ চাই.!!!

চট্টগ্রাম | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা হতে হাছিনা বেগম নামের ৪২ বছরের এক মহিলা নিখোঁজ হয়ে গেছেন। নিখোঁজ হওয়া মহিলা চট্টগ্রামের বাঁশখালী থানা নিবাসী মোঃ নুরুল ইসলামের স্ত্রী এবং বাঁশখালী থানা নিবাসী মৃত নরশা মিয়া ও মরিয়ম খাতুনের মেয়ে। বর্তমানে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা সি-ব্লক (দক্ষিণ) তাহের বিল্ডিং-এ ভাড়া বাসায় থাকেন। আমার ১ ছেলে ও ২ মেয়ে। মেয়েরা শ্বশুর বাড়িতে আর ছেলে তার স্ত্রী নিয়ে কালুরঘাট নজুমিয়া হাট সংলগ্ন এলাকায় থাকে। আমার স্ত্রী হাসিনা বেগম গত শনিবার (২৭ নভেম্বর ২০২২) সকাল আনুমানিক সাড়ে ১১টায় কালুরঘাটস্থ আমার ছেলের বাসায় যাওয়ার জন্য বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার আমার বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম সে আমার ছেলের বাসায় যায় নি। ফোনও বন্ধ করে দেয়।

উল্লেখ্য যে, আমার স্ত্রী বাসা থেকে যাওয়ার সময় তার কাছে আমানতকৃত আমার নগদ ২,৫০,০০০/= টাকা, ০২ ভরি স্বর্ণ, ইসলামী ব্যাংকের ০১ টি চেক বই, স্যামসাং এনড্রয়েট মোবাইল সেট ও মূল্যবান কাপড়-চোপড় নিয়ে যায়। স্যামসাং এনড্রয়েট মোবাইলের মধ্যে ০১৮১৪-০০৯১১৩০১৫৮৫-৮৩৫৬৫১ নম্বরের সিম সাথে ছিল। ০১৫৮৫-৮৩৫৬৫১ এই সিমটির মধ্যে আমার বয়স্ক ভাতাসহ বিভিন্ন জায়গা থেকে টাকা আসতো।

আত্মীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করার পরেও তার কোনো খোঁজ  পাওয়া যায়নি। হাছিনা বেগমের নিখোঁজে তার স্বামীসহ পরিবার দিশেহারা হয়ে যায়। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাকলিয়া থানায় নিখোঁজ মহিলার স্বামী উপস্থিত হয়ে একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। যার নং- ৫৭৪। নিখোঁজ মহিলার গায়ের রঙ শ্যামলা, লম্বায় আনুমানিক ৫ ফুট, মুখ গোলাকার, শরীরের গঠন হ্যাংলা-পাতলা, গায়ে হলুদ রঙের থ্রী-পিচ, হলুগত রঙের প্যান, বেগুনি রঙের ওড়না ও কালা বোরকা ছিল। কোনো সহৃদয়বান ব্যক্তি এই নিখোঁজ হওয়া মহিলা হাছিনা বেগমের খোঁজ পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

★যোগাযোগ করুন :-
নিখোঁজ মহিলার স্বামী : ০১৮৪০-৬৫৫৫৫৩
সম্পাদক (তালাশ) : ০১৯৭০-৮৬২৯০১
বাকলিয়া থানা : ০১৭৩৯-৭০২৩৩১

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *