২১/১২/২০২৪ ইং
Home / X-Clusive / সাতকানিয়া কেরানীহাটে অতিহ্যবাহী এক্সক্লুসিভ জেন্টস কালেকশন আবরণ গ্যালারীর শুভ উদ্বোধন

সাতকানিয়া কেরানীহাটে অতিহ্যবাহী এক্সক্লুসিভ জেন্টস কালেকশন আবরণ গ্যালারীর শুভ উদ্বোধন

চট্টগ্রাম | শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

মোঃ হারুনুর রশিদ চৌধুরী (সাতকানিয়া): গত শুক্রবার (২ ডিসেম্বর ২০২২ইং) বাদে জুমা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট প্রাণ কেন্দ্রে অবস্থিত তাজনোভা ওশান সিটির (২য় তলা) প্রোঃ মোহাম্মদ শহিদুল্লাহ আবরণ গ্যালারী এক্সক্লুসিভ জেন্টস কালেকশনের শুভ উদ্বোধন করেন। এসময় তালাশটিভি টোয়েন্টিফোর সাতকানিয়ার প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ চৌধুরীর এক সাক্ষাৎকারে তাজনোভা ওশান সিটির প্রোপ্রাইটর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তাজনোভা ওশান সিটি (২য় তলায়) আবরণ গ্যালারী, এক্সক্লুসিভ জেন্টস কালেকশন এর মধ্যে রয়েছে ক্রেতাদের পছন্দের জন্য বিভিন্ন রকমের পাঞ্জাবি-পায়জামা, পার্টি-পাঞ্জাবি, প্যান্ট-শাট, জুতা-সেন্ডল, গায়ে হলুদের শাড়ী, পাঞ্জাবি, শেরওয়ানি, পাইকারী ও খুচরা বিক্রি করা হবে। সেই সাথে ক্রেতাদের জন্য রয়েছে ১০% ছাড়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ১০নং কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, এলাহ ট্রাষ্টের সেক্রেটারি সাংবাদিক রবিউল হাসান খোকন, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ হারুনুর রশিদ চৌধুরী, নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাসেদ, নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি মোঃ আলী, মোঃ ওচমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হারুনুর রশীদ, তাজনোভা ওশান সিটি ব্যাবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ হানিফ, তাজনোভা ওশান সিটি ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, মৌলানা মোহাম্মদ শামসুল আলম পাটনার প্রমুখ।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *