২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / পঁচাত্তরের দোসররা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শিক্ষা উপমন্ত্রী নওফেল

পঁচাত্তরের দোসররা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শিক্ষা উপমন্ত্রী নওফেল

চট্টগ্রাম | রবিবার, ২০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক :
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী, ৭৫-এর খুনি এবং কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দোসররা আজ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে গোষ্ঠীটি ষড়যন্ত্র করে আসছে। শুধু দেশে নয়, তাদের দুর্নীতিবাজ নেতারা বিদেশের মাটিতে বসেও সরকার এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আগামী নির্বাচনে এই স্বাধীনতা বিরোধীদের উচিত জবাব দিতে হবে। গত শুক্রবার নগরীর চকবাজার মতি টাওয়ার চত্বরে জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। জাতীয় চার নেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে। আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ও মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল আহাদ। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ সেলিম রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নুরুল আনোয়ার, মুজিবুর রহমান, আবুল খায়ের বাচ্চু, রফিকুল ইসলাম, নাফিস ইমতিয়াজ সান্জু, কাজল প্রিয় বড়ুয়া, মোহাম্মদ মহিউদ্দিন, জাহিদুল ইসলাম, মাহমুদুল করিম, সুভাষ মল্লিক সবুজ, সাদ্দাম হোসেন ইভান ও মুজিবুর রহমান রাসেল।

এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, হাসিনা আক্তার টুনু, শওকত আলম, রতন ভট্টাচার্য, নুরুল হুদা বাচা, আবদুল হালিম, বাহার উদ্দিন খান, অনিমা কামাল, শেলী বড়ুয়া, শিল্পী বড়ুয়া, আলী নেওয়াজ খান পারভেজ, আবু তাহের মেম্বার, কাজী ইকবাল, সৈয়দ মোঃ মহিউদ্দিন, শিবু প্রসাদ চৌধুরী, আলী হায়দার ভুইয়া, আমিনুল ইসলাম আমিন, মাহবুবুল আলম, জাহেদুল ইসলাম, মোঃ সোলেমান, মিজানুল হক রাসেল, আরিফুর রহমান মাসুদ, আবু সাইয়েদ সুমন, দেলোয়ার হোসেন, বিপ্লব বর্ধন, বিপ্লব দে, রেজাউল হক রুবেল, সাইফুল ইসলাম রুবেল, সাইমন চৌধুরী, রবিউল হোসেন রাজু, নুর সাজু, মিঠুন চক্রবর্তী, মোঃ বেলাল, মোঃ সবুজ, কায়সার, নাছির উদ্দীন প্রমুখ।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *