২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / শাকিব ছোটবেলায় আর্জেন্টিনা, বড় হয়ে ব্রাজিল!

শাকিব ছোটবেলায় আর্জেন্টিনা, বড় হয়ে ব্রাজিল!

জাতীয় | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক :

আর চার দিন পরেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। মরুভূমির উত্তাপে ভাসছে সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশেও। নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। নিজের পছন্দের দলের পতাকা আর জার্সির রঙে সাজতে শুরু করেছে পুরো দেশ। সঙ্গে কথার তর্ক তো আছেই। বিশ্বকাপ জ্বর উপভোগে কম যান না সিনেপর্দার তারকারাও। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানও ফুটবল প্রেমিক। তবে তিনি আসলে কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা না কি ব্রাজিল!

সেটা নিয়ে দ্বিধার সৃষ্টি হয়েছে? এই কারণ শাকিব খান নিজেই। ২০১৮ সালে দেশীয় একটি গণমাধ্যমে শাকিব খান বলেছেন তিনি আর্জেন্টিনার সমর্থক। সেখানে শাকিবের বক্তব্য ছিল এমন, ‘একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখন আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’

অন্যদিকে, ২০১৪ সালে দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে শাকিব বলেছিলেন তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। বলছিলেন, ‘নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।’

এ ছাড়া ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর শাকিব খান তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *