২২/০১/২০২৫ ইং
Home / X-Clusive / আওয়ামী লীগ সন্ত্রাস আর বন্দুকের নলে বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সন্ত্রাস আর বন্দুকের নলে বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

সাতকানিয়া প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসে বিশ্বাস করে না। বন্দুকের নলে বিশ্বাস করে না। জনগণের ওপর আওয়ামী লীগের বিশ্বাস আছে। জনগণের ভোটের ওপর বিশ্বাস আছে। শুনছি বিএনপি নাকি ঢাকায় ৩০-৪০ লাখ লোক নিয়ে যাবে। ঢাকা নাকি দখল করে ফেলবে। তারা নাকি সরকার গঠন করবে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নাই। তারা সবসময় ষড়যন্ত্র নিয়ে থাকে। সারাদেশের লোকজন বলছেন আগামীবারেও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। জনগণের ওপর আমাদের আস্থা আছে। তিনি মঙ্গলবার (১৫ নভেম্বর) সাতকানিয়ার মাদার্শা বাবু নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকের ভয়াবহতা উপলব্ধি করে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমাদের দেশে মাদক তৈরি হয় না। আমরা কাউকে মাদক তৈরি করতে দিই না। বিদেশ থেকে মাদক আসে। মাদক রোধের জন্য আমরা আইন পরিবর্তন করেছি। মাদকের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি। মাদক রোধের জন্য সীমান্তে সজাগ দৃষ্টি রয়েছে। বিজিবি এবং কোস্ট গার্ডকে শক্তিশালী করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। কোনোভাবেই আমরা মাদক দেশে ঢুকতে দেব না। নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে, এটা আমাদের ওয়াদা। এজন্য জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে জেলখানার ধারণ ক্ষমতা ৪১ হাজার কিন্তু এটা ৮০ হাজারের নিচে নামে না। অনেক সময় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার পর্যন্ত হয়। এর মধ্যে ৬০ শতাংশ মাদক ব্যবসায়ী। আমরা কাউকে ছাড় দিই না। মাদক দমনের জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যেকোনো মূল্যে মাাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করতে হবে। পুরো দেশে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। ১৫ বছর আগে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের ফলে উন্নয়নের মাধ্যমে দেশটিকে একটি নক্ষত্রে পরিণত করেছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাইলে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে কঠোর হস্তে দমনে রাখতে হবে। তা না হলে আমরা আবারো অন্ধকারে নিমজ্জিত হব।

তিনি বলেন, এদেশের মানুষ বিশ্বাস করে যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকবেন এবং যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। ততদিন এদেশ এগিয়ে যাবে। দেশের মানুষ এটাই বিশ্বাস করে। প্রধানমন্ত্রী বলেছিলেন, এদেশকে বদলে দিবে। আর ইতিমধ্যে তিনি বদলে দিয়েছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখেছিলাম। ২০১৩ সালে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জোট ঘোষণা দিয়ে অগ্নি সন্ত্রাস চালিয়েছে। ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পেট্রোল বোমা মেরে চলন্ত বাসে মানুষ পুড়িয়ে মেরেছে। পুরো দেশে অরাজকতা সৃষ্টি করেছে। ১-২ দিন নয়, টানা ৯২ দিন তারা আগুন নিয়ে খেলেছে। আর তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল করে মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটা দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর যে দরদ তার জ্বলন্ত উদাহরণ। এ দৃশ্য দেশের সব মানুষের মনে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, দেশে বিভিন্ন সময় জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছিল কিন্তু প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকল জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করেছি। আগামীতেও মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ চলতে দেয়া হবে না।

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি এম. ইদ্রিচ, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *