চট্টগ্রাম | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ
মোঃ হারুনুর রশিদ চৌধুরী (সাতকানিয়া) :
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ডাটাবেজ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রভাবশালী ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ৩ গবেষক প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন। এর আগে তিনি এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর তাঁর গবেষণা এবং বক্তব্যের জন্য তিনি বিশ্বব্যাপী বেশ সমাদৃত।
ড. মোঃ শাহাদাত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত ১৭০ টিরও অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। এই স্বীকৃতি প্রাপ্তির অভিব্যাক্তি ডেটাবেজের ভিত্তিতে মোঃ শাহাদাত হোসেনের কাজের স্বীকৃতি প্রাপ্তিতে তিনি বেশ আনন্দিত এবং এই পর্যন্ত আসতে পারায় তাঁর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। ড. মোঃ শাহাদাত হোসেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমানের পুত্র। তার এই অর্জনে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার সামাজিক সংগঠন ও বিশিষ্ট জনেরা অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com