ঢাকা | মঙ্গলবার, ১৩ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক :
আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন পিবিআই পুলিশ।
আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
বাবুল আক্তার ছাড়া চার্জশিটভুক্ত বাকীরা হলেন- মোঃ কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক প্রকাশ ভোলো, মোঃ মোতালেব মিয়া ওয়াসিম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ খাইরুল ইসলাম কালু ও শাহজাহান মিয়া। অন্যদিকে চার জনকে চার্জশিটে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- মোঃ সাইদুল ইসলাম সিকদার সাক্কু, নুরুন্নবী, রাশেদ ও গুইন্যা।
২০১৬ সালের ৫ই জুন নগরীর পাঁচলাইশ থানার নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হয় মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। বিস্তারিত আসছে…।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com