২১/১২/২০২৪ ইং
Home / অন্যান্য / নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা ফের রাস্তায়

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা ফের রাস্তায়

ঢাকা | সোমবার, ১২ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

বিশেষ প্রতিনিধি :

গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদ’এ ফার্মগেট সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে সোমবার (১২ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও বিজয় সরণি ফার্মগেট সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ বলে স্লোগান দিতে থাকে। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রোববার (১১ই সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিজয় সরণি ফার্মগেট সড়ক অবরোধ করতে দেখা যায়। সোমবার বেলা ১১টায় এর প্রতিবাদে তারা সড়কে নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবাদ চলছিল।

তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহাজাহান জানান, শিক্ষার্থীরা আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে। এখনও সেটা চলমান আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২০শে জুন উত্তরার হাউজ বিল্ডিং ও আজমপুর এলাকায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইলস্টোন কলেজের সাদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *