চট্টগ্রাম | সোমবার, ১২ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
কোতোয়ালী প্রতিনিধি :
জঙ্গল সলিমপুরে পুলিশ ও প্রশাসনের অভিযানের সময় হামলার অভিযোগে আরও নয়জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (১১ই সেপ্টেম্বর) দুপুরের পর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে ওই এলাকার এই নয় বাসিন্দাকে আটক করে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়।
পরে থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, প্রেস ক্লাবের সামনে থেকে নয়জনকে আনা হয়েছে। সলিমপুরে তিন দিন আগে প্রশাসন ও পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম জানান, কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় তাদের আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ নিয়ে গেছে।
এর আগে সীতাকুণ্ড সদরে দু’টি বাস থেকে গতকাল শনিবার গভীর রাতে ৬৩ জনকে আটক করা হয়। তারা সকলেই সলিমপুর এলাকার বাসিন্দা এবং সংবাদ সম্মেলন করতে ঢাকায় যাচ্ছিল বলে পুলিশের অভিযোগ। পুলিশ বলেছিল, আটককৃতদের বেশিরভাগই বৃহস্পতিবার প্রশাসনের অভিযানের সময় হামলাকারী।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com