২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / বাঁশখালীতে জলদস্যু জসিম ও বুতা ডাকাতসহ গ্রেপ্তার ৩

বাঁশখালীতে জলদস্যু জসিম ও বুতা ডাকাতসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম | শনিবার, ১০ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী থানাধীন নাপোড়া এলাকার বাঁশখালী-পেকুয়া রোডের একটি কলেজের পাশে অভিযান চালিয়ে ‘কুখ্যাত জলদস্যু’ জসিম বাহিনীর প্রধান জসিমকে দুই সহযোগীসহ আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো মোঃ জসিম (৩৫), আব্দুল মাবুদ প্রকাশ বুতা ডাকাত (৫২) ও মোঃ ওসমান গনি (২৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, আটককৃত আসামিদের তল্লাশি করে ৫টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজসে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। জসিমের বিরুদ্ধে ১৪টি মামলা এবং আব্দুল মাবুদ প্রকাশ বুতা ডাকাতের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *