জাতীয় | সোমবার, ২৯শে আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত করেছেন দেশের আইন সভার সদস্যরা। গতকাল রোববার (২৮শে আগস্ট) একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনের শুরুতে সভাপতি মণ্ডলী মনোনয়নের পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। সেই প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। টুকু একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথে কোনো বাঁধা ছিল না। তবে নিয়ম থাকায় প্রধান হুইপের প্রস্তাব ভোটে দেন স্পিকার। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com