চট্টগ্রাম | শনিবার, ২০শে আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০শে আগস্ট) ভোরে হাসপাতালে ৬ষ্ঠ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জোরারগঞ্জ থানার রাবেয়ার হাটের মহাজন হাট এলাকার রাজা মিয়া মিস্ত্রীর বাড়ির বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান প্রকাশ তুহিন (৩২) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মনিকুড়া উত্তর বাজার বড় বাড়ির মোঃ শওকতের ছেলে মোঃ সৌরভ (২৮)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, হাসপাতালের ৬ষ্ঠ তলায় ভোর রাতে অভিযান চালিয়ে ২ জন দালাল ও চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চুরিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে তাদেরকে আদালতে পাঠানো হবে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com