২১/১২/২০২৪ ইং
Home / অন্যান্য / সাতকানিয়া আলিয়া মাদরাসায় শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল সম্পন্ন

সাতকানিয়া আলিয়া মাদরাসায় শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম | মঙ্গলবার, ১৬ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ

মোঃ হারুনুর রশিদ চৌধুরী (সাতকানিয়া) :

সাতকানিয়া আলিয়া এম.ইউ ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ১৫ই আগস্ট (সোমবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর সভার প্যানেল মেয়র ও অত্র মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি একেএম. মোর্শেদ, অত্র মাদরাসার গভর্নিং বডির সদস্য রকিবুল হক দিপু, বিদ্যোৎসাহী ও ওসমান গনি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ সাজ্জাদুল আলম, ইংরেজি প্রভাষক মোঃ আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি প্রভাষক মাওলানা সিদ্দীক আহমদ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আজিজুল হক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ হওয়া সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন। -প্রেস বিজ্ঞপ্তি।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *