চট্টগ্রাম | শনিবার, ১৩ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক :
‘খেলার ছলে’ ভবন থেকে খালে লাফ দিয়ে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় মারা গেছে দুই কিশোর। আজ শনিবার (১৩ই আগস্ট) দুপুরে খাতুনগঞ্জ এলাকার চাক্তাই খালে নিখোঁজের চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ দুই কিশোর হলো মোঃ মামুন (১৮) ও মোঃ হৃদয় (১৩)। তাদের উভয়ের বাড়ি বাকলিয়ার মহাজের কলোনিতে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রহিম বলেন, মামুন ও হৃদয় দুপুরে একটি লোহার ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। এক পর্যায়ে তারা দু’জনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচ তলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু তারা পানিতে পড়ে আর উঠেনি। বেলা সাড়ে চারটার দিকে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানিয়েছে, প্রতিদিন নদীতে জোয়ার আসলে আরও কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। আজকেও একই কাজ করতে গিয়ে এই দু’জন পানি থেকে আর উঠতে পারেনি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com