২১/১২/২০২৪ ইং
Home / অন্যান্য / এ.কে. মাহমুদুল হক স্যারের ইন্তেকাল

এ.কে. মাহমুদুল হক স্যারের ইন্তেকাল

চট্টগ্রাম | শুক্রবার, ২৯শে জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

‘বায়তুশ শরফ’ এর মুখপাত্র ‘মাসিক দ্বীন দুনিয়া’র প্রধান সম্পাদক, শিক্ষাবিদ, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, চিটাগাং আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অসংখ্য গ্রন্থ প্রণেতা, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, অগণিত ছাত্র-ছাত্রীর প্রাণপ্রিয় শিক্ষক এবং সর্বজন শ্রদ্ধেয় বায়তুশ শরফ দরবারের নিবেদিত খাদেম চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষাগুরু, কর্মবীর, এ.কে. মাহমুদুল হক স্যার আজ জুমাবার (২৯শে জুলাই) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ICU তে ভোর ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। -ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন।

মরহুমের প্রথম জানাজা বাদে জুমা ডবলমুরিং থানার অন্তর্গত ধনিয়ালা পাড়াস্থ বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদ এবং দ্বিতীয় জানাজ বাদে আসর চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আলহাজ এ. কে. মাহমুদুল হক বীর চট্টলার ঐতিহ্যবাহী ফটিকছড়ি থানার অন্তর্গত প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম আলহাজ মাওলানা আমিনুল হক সাহেবের সুযোগ্য সন্তান। মরহুম এ. কে. মাহমুদুল হক ব্যক্তি জীবনে দুই পুত্র ও চার কন্যার জনক। পুত্র-কন্যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মহান আল্লাহর কাছে এ মহান শিক্ষাবিদের মহান বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *