২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম | শুক্রবার, ২২শে জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ

মোঃ হারুনুর রশিদ চৌধুরী (সাতকানিয়া) :
চট্টগ্রামের সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে আফিয়া ছালেহা রিফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২শে জুলাই) সকাল ১০টায় উপজেলার জনার কেঁওচিয়া খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। রিফা ওই এলাকার আবু ছালেহ এর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কেঁওচিয়ার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, বাড়ির ভেতর বাথরুমে একটি বালতিতে সামান্য পানি ছিল। শুক্রবার সকালে বাড়ির লোকজনের অজান্তে শিশুটি খেলা করছিল। একটি শ্যাম্পুর বোতল বালতিতে পড়ে গেলে শিশু সেটি নিতে চাইলে পানিতে পড়ে যায়। তার মাথাটি পানির নিচে থাকায় সে আর উঠতে পারেনি। এতে পানিতেই শিশুটি মারা যায়। বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুটি বালতির পানিতে পড়ে গেলেও কেউ দেখেনি।

নিহত শিশুর বাবা আবু ছালেহ জানান, সকালে তারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। সে সময় শিশুটি সবার অগোচরে বাথরুমে চলে যায়। এক পর্যায়ে বালতির সামান্য পানিতে উপুড় হয়ে অর্থাৎ পা ওপরে, মাথা নিচের দিকে পড়ে থাকা অবস্থায় তার মেয়ের লাশ পাওয়া যায়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *