চট্টগ্রাম | শুক্রবার, ২২শে জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক :
সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলাতেও ৩য় পর্যায়ের ২য় ধাপে ৫৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে পটিয়া উপজেলার ১০টি, বোয়ালখালী উপজেলার ১৫টি, চন্দনাইশে ১৫টি, সাতকানিয়ায় ২০টি, লোহাগাড়ায় ৫১টি, বাঁশখালীতে ১৫টি, হাটহাজারীতে ৬০টি, ফটিকছড়িতে ১০০টি, আনোয়ারায় ১০০টি, মীরসরাইয়ে ১০৯টি, রাউজানের ৫৪টি এবং সীতাকুণ্ডের ৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার (২১শে জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। এসময় তিনি চট্টগ্রাম জেলার ৪টি উপজেলা যথাক্রমে পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়াকে হালনাগাদ যাচাই-বাছাইকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com