২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / চট্টগ্রাম জেলা প্রশাসনে জালিয়াতি, হাতেনাতে আটক প্রতারক

চট্টগ্রাম জেলা প্রশাসনে জালিয়াতি, হাতেনাতে আটক প্রতারক

চট্টগ্রাম | সোমবার, ১৮ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখায় আড়াই কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগে শাহ আলম নামের এক প্রতারককে আটক করা করেছে। তিনি জালিয়াতি চক্রের সদস্য বলে জানিয়েছে জেলা প্রশাসন। আটকের পর রোববার (১৭ই জুলাই) রাতে শাহ আলমকে নগরীর কোতোয়ালি থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল এসব বিষয় নিশ্চিত করেছেন।

মাসুদ কামাল গণমাধ্যমকে জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অধিগ্রহণ করা মঘাদিয়া মৌজার প্রায় সাড়ে তিন একর জমির ক্ষতি পূরণের চেক উত্তোলনের জন্য শাহ আলম নিজেকে আমমোক্তার দাবি করেন। এরপর সব কাজ সম্পাদন করেন। জায়গার রেকর্ড মোতাবেক মালিক খায়রুল বাশার ও তার সন্তানরা এর আগেও একাধিক ক্ষতি পূরণ গ্রহণ করেছেন। কিন্তু, আড়াই কোটি টাকার ক্ষতি পূরণের জন্য আমমোক্তারনামা নিয়োগের ঘটনা জেলা প্রশাসনের সন্দেহ হলে প্রকৃত মালিককে ডেকে আনা হয়। জায়গার মালিকরা ঘটনাস্থলে আসার পর এই প্রতারণার ঘটনা ধরা পড়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল জানান, এর আগেও একাধিক প্রতারণার ঘটনায় ১১ জনকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসনের কর্মচারী। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন ধরনের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বড় ধরনের চক্র জড়িত থাকার কথা পুলিশের তদন্তে উঠে এসেছে বলে জানান জেলা প্রশাসন।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *