চট্টগ্রাম | রবিবার, ১০ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
'খোদার আরশ হতে ভেসে এলো মধুর বাণী,
প্রাণের চেয়ে প্রিয় যে; দাও তারে কুরবানী।
মসজিদে আর ময়দানে লাখো লাখো মুসলিম,
খোদার বাণীতে হয়েছে তাই মলিন।'
ত্যাগের মহিমাকে ধারণ করে যথাযথ ধর্মীয় মর্যাদায় মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ রোববার (১০ই জুলাই) উদযাপিত হয়েছে। নামাজ শেষে চট্টগ্রামসহ সারা দেশে পশু কোরবানি দিয়েছেন সামার্থ্যবান মুসলমানরা। এর মাধ্যমে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন তারা। এদিকে সকাল পৌনে ৮টায় চট্টগ্রাম নগরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। এ মসজিদে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এবারের ঈদ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। ঈদের নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি কামনা করে প্রার্থনা করা হয় মসজিদে মসজিদে। চট্টগ্রামের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জমিয়তুল ফালাহ মসজিদে এক কাতারে শামিল হন।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com