ঢাকা | বৃহস্পতিবার, ১৬ই জুন ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দো'য়া মাহফিল করেছে রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ই জুন) বিকেলে মহাখালী গাউছুল আজম জামে মসজিদে বা'দে আছর অনুষ্ঠিত দো'য়া মাহফিলে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।এছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। দো'য়া মাহফিল পরিচালনা করেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
পরিশেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব তাজা খবর পেতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com