কক্সবাজার | সোমবার, ১৩ই জুন, ২০২২ খ্রিস্টাব্দ
নীলাঞ্জন পাল আদর (কক্সবাজার):
কক্সবাজার আদালত ভবন এলাকায় লিচু ভর্তি পলিব্যাগ থেকে ৭০০ পিচ ইয়াবাসহ সিদ্দিক আহমেদ (৩৪) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । শুক্রবার (১০ই জুন) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক এবং টেকনাফের সাবরাং ২নং ওয়ার্ডের করাচি পাড়ার আব্দুল আজিজের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলম গণমাধ্যমকে জানান, আইনজীবী সমিতি ভবনের রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সংবাদে তাদের একটি টিম অবস্থান নেয়। সেখান থেকে সিদ্দিক আহমেদ নামের ব্যক্তিকে আটক করা হয় । এ সময় তার হাতে থাকা লিচু ভর্তি একটি পলিব্যাগের ভেতর থেকে ৭০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস গণমাধ্যমকে জানান, সিদ্দিক আহমেদসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিল এর ১০ (ক) ধারায় মামলা হয়েছে । যার মামলা নং- ২৪/৩৭৯। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব তাজা খবর পেতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com