চট্টগ্রাম | সোমবার, ২৫শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক:
উৎসবের আমেজে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৩তম আসর। এবার এ খেলা হচ্ছে লালদিঘীর পাশে বালু দিয়ে বানানো মঞ্চে। রেফারির মূল দায়িত্ব পালন করছেন আবদুল মালেক। তিনি ৩২ বছর ধরে এ দায়িত্ব পালন করছেন। আজ সোমবার (২৫শে এপ্রিল) বিকাল ৩টায় খেলা ও মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধনকালে সিএমপি কমিশনার বলেন, বলীখেলা শুধু চট্টগ্রামের ঐতিহ্য নয়। এটি সারাদেশের ঐতিহ্য।
আবদুল জব্বারের স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহুর লাল হাজারী বলেন, বিকালে লালদিঘীর পাড়ের গোল চত্বরে সড়কে অস্থায়ী মঞ্চে বলীখেলা শুরু হয়েছে। এবারের খেলায় ৮০ জন বলী অংশ নিচ্ছেন। মেয়র রেজাউল করিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
শুরুর আগেই বলীখেলার মঞ্চের চারপাশে নানা বয়সী মানুষ ভিড় করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বাড়তে থাকে। এদিকে বলীখেলাকে কেন্দ্র করে রোববার (২৪শে এপ্রিল) শুরু হয়েছে বৈশাখী মেলা। করোনা ভাইরাসের কারণে গেল দু’বছর মেলা ও খেলা অনুষ্ঠিত হয়নি। এবারও মেলার আয়োজন নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে আজ শুরু হলো চট্টগ্রামবাসীর প্রাণের এ খেলা ও মেলা। এবারের মেলা চলবে তিন দিন।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন তালাশকে বলেন, দু’বছর করোনার জন্য মেলা ও বলীখেলা হয়নি। লালদীঘি মাঠ প্রস্তুত না থাকায় এবারও সংশয় ছিল। বলীখেলায় দেশের সেরা বলীরা এরই মধ্যে এসেছেন। আগের বারের চ্যাম্পিয়ন রানারআপরাও এসেছেন।
ঔপনিবেশিক শাসনামলে ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুব-সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দের ১২ই বৈশাখ) এ বলীখেলার সূচনা করেন। তার মৃত্যুর পর এ প্রতিযোগিতা জব্বারের বলীখেলা নামে পরিচিতি পায়। এবার বলীখেলার ১১৩তম আসর বসেছে। বলীখেলা ঘিরে প্রতি বছর লালদিঘী মাঠের আশপাশে দু-তিন কিলোমিটার এলাকাজুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় বৈশাখী মেলা হিসেবে পরিচিত।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com/talashtv24