২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / মানুষের আগ্রহ বিবেচনায় জব্বারের বলী খেলা হবে: চসিক মেয়র

মানুষের আগ্রহ বিবেচনায় জব্বারের বলী খেলা হবে: চসিক মেয়র

চট্টগ্রাম | শুক্রবার, ১৫ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, গত দুই বছর করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলা করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি অনেক ভালো। তাই মানুষের আগ্রহ ও বিনোদনের গুরুত্ব বিবেচনায় জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৫ই এপ্রিল) বিকেলে খাতুনগজ্ঞ অ্যাপোলো চত্বরে বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হকের উদ্যোগে প্রায় ৫ হাজার অসহায় দুঃস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের
আজকের সেহরী ও ইফতারের সময়ঃ
সেহরী- ০৪:১৫ মিনিট ও ইফতার- ০৬:১৭ মিনিট।

মেয়র বলেন, জব্বারের বলী খেলা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ। চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্যের অংশ। আমরা মাঠ ব্যবহার করতে না পারলেও মাঠের বাইরে কীভাবে করা যায় তা বিবেচনায় নেব।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন চিটাগং চেম্বারের সাবেক পরিচালক ছগির আহমেদ, এসএম হারুনুর রশীদ, দীপঙ্কর চৌধুরী কাজল, মীর আহমদ সওদাগর প্রমুখ।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *