লোহাগাড়া প্রতিনিধি | বুধবার, ১৩ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
লোহাগাড়ার আধুনগরে বিভিন্ন অপরাধে দশ মামলায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৩ই এপ্রিল) ইউনিয়নের খান হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের
আজকের সেহরী ও ইফতারের সময়ঃ
সেহরী- ০৪:১৬ মিনিট ও ইফতার- ০৬:১৬ মিনিট।
অভিযানে মূল্য তালিকা না থাকায় মো: সোহেলকে ১ হাজার টাকা, শাহ আলমকে ১ হাজার, সাইফুল ইসলামকে ১ হাজার, মো: আবছারকে ২ হাজার টাকা, মো: নুরুল ইসলামকে ২ হাজার টাকা, মো: নাজিম উদ্দিনকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মনজুর আলমকে ৩০ হাজার টাকা, পরিবেশ সংরক্ষণ আইনে আবদুল মান্নানকে ২০ হাজার টাকা ও মো: জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পরিবেশ সংরক্ষণ আইনে ১০ মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com