২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / লামা মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

লামা মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: বুধবার, ৬ই এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক: তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

লামা প্রতিনিধি: লামায় মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ই এপ্রিল) সকাল ১০টার দিকে মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। সে লামা পৌরসভার বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকারের ছেলে। পেশায় একজন টমটম চালক।

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের
আজকের সেহরী ও ইফতারের সময়ঃ
সেহরী- ০৪:২৩ মিনিট ও ইফতার- ০৬:১৩ মিনিট।

নিহতের মা ঝুনু কর্মকার বলেন, সোমবার (৪ই এপ্রিল) রাত ১০টায় আমার ছেলে জানায়, সে তার বন্ধুর বাড়িতে যাবে; রাতে আসবেনা। তারপর থেকে আর দেখা হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টায় লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সানাক্ত করি। আমার এক ছেলে এক মেয়ে। সে আমার সংসারের একমাত্র উপার্জনকারী ছিল।

লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মমতাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসি৷ লাশটি উপরের দিক থেকে পানিতে ভেসে আসছে বলে মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *