প্রকাশিত: বুধবার, ৬ই এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক: তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
এতিম ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের সাথে পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রতি বছরের মত এবছরও ১ম রমজান থেকে শুরু হয়েছে সাবেক মেয়র এম. মনজুর আলমের ইফতার কার্যক্রম। প্রতিদিন কাট্টলীর নিজ বাড়িতে মহানগরের বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করেন তিনি। এই কার্যক্রম চলবে রমজানের শেষদিন পর্যন্ত।
চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের
আজকের সেহরী ও ইফতারের সময়ঃ
সেহরী- ০৪:২৩ মিনিট ও ইফতার- ০৬:১৩ মিনিট।
ইফতার শেষে উপহার হিসেবে দেয়া হয় প্রত্যেক শিশুকে ঈদের নতুন জামা। এসব পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা। গত ১ম রমজান নগরীর তানজিমুল মুসলিমিন এতিমখানা ও হেফজখানা, ২য় রমজান দেওয়ানহাট সুলতান আহমদ দেওয়ান এতিমখানা ও হেফজখানার শিশুদের ইফতার ও তাদেরকে ঈদের নতুন পোশাক প্রদান করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com