২১/১২/২০২৪ ইং
Home / অন্যান্য / রমজানে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫টিম

রমজানে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫টিম

প্রকাশিত: রবিবার, ৩ই এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক: তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম: রমজানে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫টি টিম কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা পুরো রমজান মাসজুড়ে নগরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করবেন। এছাড়া উপজেলা পর্যায়েও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। রোববার (৩ই এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান গণমাধ্যমকে এসব কথা বলেন।

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের আজকের সেহরী ও ইফতারের সময়ঃ সেহরী- ০৪:২৫ মিনিট ও ইফতার- ০৬:১৩ মিনিট।

তিনি বলেন, রমজান উপলক্ষে গত ১ই এপ্রিল থেকে মনিটরিং টিম মাঠে কাজ করছে। রমজানে বাজার মনিটরিংয়ের জন্য ৫টি টিম প্রতিদিন মাঠে থাকবে। সকালে ৩টি টিম ১০টা থেকে দুপুর ১টা, বিকালে ২টি টিম দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঠে থাকবে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *